Logo
Logo
×

লাইফ স্টাইল

ঠোঁট স্ক্রাবের উপকারিতা 

Icon

বিউটিশিয়ান নুপুর

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৮:২৬ এএম

ঠোঁট স্ক্রাবের উপকারিতা 

ছবি সংগৃহীত

মুখ, চুল বা দেহের যত্ন নিলেও ঠোঁটের যত্নের বিষয়ে আমরা অনেকটাই উদাসীন। তবে মুখের সৌন্দর্যয ধরে রাখতে ঠোঁটের যত্ন নেয়াও প্রয়োজন। 
তাই ঠোঁট সুন্দর রাখতে স্ক্রাবিং করা দরকার।  স্ক্রাবিং ঠোঁটের মৃত ও শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয় এবং ঠোঁটকে নরম তুলতুলে করে তোলে। 

ঠোঁট স্ক্রাবের উপকারিতা 

ঠোঁটের ত্বককে নরম রাখে, ফাটা ঠোঁট ঠিক করে, হাইড্রেটেড রাখে, লিপস্টিকটিকে আরও দীর্ঘ সময় ধরে রাখে ও শুষ্ক ঠোঁট ঠিক করে। 

কীভাবে ঠোঁট স্ক্রাব ব্যবহার করবেন 

ঠোঁট থেকে আগের মেকআপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন। এবার অল্প পরিমাণে স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান।  মিনিট পাঁচেক ধরে আস্তে আস্তে ঠোঁটে স্ক্রাব করুন। স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠোঁট ধুয়ে ফেলুন। 
এরপর ঠোঁটে লিপ বাম লাগান। ঠোঁটের স্ক্রাবের মাধ্যমে সুন্দর ঠোঁট উপভোগ করুন। 

 

সত্ত্বাধিকারী নুপুর বিউটি পার্লার, বালুঘাট বাজার, ঢাকা-ক্যান্ট।

ঠোঁট স্ক্রাব উপকারিতা কীভাবে করবেন 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম