Logo
Logo
×

লাইফ স্টাইল

ফ্রিজে যেভাবে খাবার সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৫:১১ এএম

ফ্রিজে যেভাবে খাবার সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে

ফ্রিজে খাবার সংরক্ষণ, ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা এখন সবচেয়ে নিরাপদ। তবে সংসারের বাজার করার জন্য বাইরে বের হতে হয়।  

এক সপ্তাহ বা দুই সপ্তাহের বাজার একসঙ্গে করতে পারেন। তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে, কীভাবে খাবারগুলো এতদিন সংরক্ষণ করবেন। 

ফল, শাকসবজি এবং অন্যান্য খাদ্যসামগ্রী স্টোর করতে গিয়ে নানান সমস্যা দেখা দেয়। প্রচুর পরিমাণে জিনিস কেনার পাশাপাশি এগুলো দীর্ঘ সময় তাজা রাখাও জরুরি। 

খাবার সংরক্ষণের জন্য আমরা সাধারণত ফ্রিজ ব্যবহার করে থাকি। তবে ফ্রিজে খাবার সংরক্ষণের কিছু নিয়ম রয়েছে। 

আসুন জেনে নিই ফ্রিজে দীর্ঘদিন খাবার যেভাবে তাজা থাকবে-
 
১. ফ্রিজে খাবার রাখার জন্য ভালো মানের বাক্স ব্যবহার করতে হবে। প্লাস্টিকের বাক্সগুলোর পরিবর্তে স্টিলের বাক্সে খাবার সংরক্ষণ করুন। 

২. বাজার থেকে শাকসবজি আনার পর পচা ও শুকনো অংশ ফেলে দিন। এর পর কেটে সবজিগুলো একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রেখে দিন।

৩. বার্গার, প্যাটিস, সবুজ মটর এবং ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় সামগ্রীগুলো ফ্রিজে রাখুন। বেশ কয়েক সপ্তাহ সতেজ থাকবে।

৪. বাটা মসলা ডিপ ফ্রিজে রাখুন। বে অবশ্যই এয়ার টাইট বাক্সে করে ফ্রিজে রাখবেন। এতে দীর্ঘদিন ভালো থাকবে। 
  
৫. আচার বা চাটনিজাতীয় খাবার এক মাস পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। আচার শুকিয়ে তার পর ফ্রিজে সংরক্ষণ করুন। 

 

তথ্যসূত্র: বোল্ডস্কাই
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম