Logo
Logo
×

লাইফ স্টাইল

ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করুন কমলার ফেসপ্যাক

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০২:০৫ পিএম

ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করুন কমলার ফেসপ্যাক

কমলা, ছবি সংগৃহীত

গরমে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। কারণ বসন্তের এই সময়ে ত্বকে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিয়ে থাকে। এ সময় ত্বক শুষ্ক, আর্দ্রতাহীন ও খসখসে হয়ে যায়। এ ছাড়া ক্রমাগত ঘামের জন্য তৈলাক্ত ত্বকে পিম্পলস বেড়ে যায়।

ত্বকে ব্যবহার করতে পারেন কমলালেবু। কারণ এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেয়ার ক্ষমতা। গরমে ত্বকের লাবণ্য ধরে রাখতে ব্যবহার করতে পারেন কমলার ফেসপ্যাক।

আসুন জেনে নিই কমলালেবু দিয়ে তৈরি দুই ফেসপ্যাক সম্পর্কে-

কমলালেবু ও নিমের ফেসপ্যাক
 

 

উপকরণ

৩ টেবিল চামচ কমলালেবুর রস, ২ টেবিল চামচ দুধ, ৩ টেবিল-চামচ নিমপাতা বাটা।

প্রণালি
 

একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে কুড়ি মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

কমলালেবু ও বেসনের ফেসপ্যাক

উপকরণ
 

২ টেবিল চামচ বেসন, ৩ টেবিল চামচ গোলাপজল, ৩ টেবিল চামচ কমলা লেবুর রস।

প্রণালি

কমলালেবুর রসের সঙ্গে বেসনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে তার মধ্যে পরিমাণমতো গোলাপজল মেশান। মুখে মেখে কুড়ি মিনিট রাখার পর দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গেছে। তখন হালকা হাতে ঠাণ্ডা জলে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে তিনবার এই প্যাক ব্যবহার করুন।

তথ্যসূত্র: এনডিটিভি

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম