খুশকি দূর করবে যে হেয়ার প্যাক, ছবি সংগৃহীত
চৈত্রের দুপুরে বাইরে প্রচণ্ড তাপদাহ। গরমের এই সময়টাতে মাথার ত্বক ঠাণ্ডা রাখতে ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন শসার হেয়ার প্যাক। এই প্যাক চুলের খুশকি দূর করে চুল ঝলমলে করবে।
শসার হেয়ার প্যাক যেভাবে বানাবেন
একটি শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস করে নিন। এক কাপ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে শসার রসে মেশান। এবার পরিমাণ মতো ওটের আটা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
শসার প্যাকের উপকারিতা-
১. গরমে মাথার ত্বক ঠাণ্ডা রাখবে এই হেয়ার প্যাক।
৩. চুলের রুক্ষতা দূর করে নরম ও ঝলমলে করবে।
৪. গরমের সময় বাতাসের আর্দ্রতা কম থাকার ফলে খুশকি বেশি হয়। শসার হেয়ার প্যাক চুলের খুশকি দূর করবে।
এছাড়া পুষ্টিকর খাবার খেতে হবে। সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি কখনোই ব্যবহার করবেন না। আর মাথায় গরম পানি ব্যবহার করবেন না ও চুল ভেজা অবস্থায় বাইরে বের হবেন না।