‘স্মার্ট টয়লেট’ জানাবে আপনি সুস্থ কিনা?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:৩৮ এএম
স্মার্ট টয়লেট, ছবি সংগৃহীত
আপনি সুস্থ আছেন কিনা তা জানার জন্য সব সময় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই! আধুনিক প্রযুক্তির এই যুগে ব্লাডপ্রেসার কত, হৃদস্পন্দনের গতি স্বাভাবিক কিনা তা ঘরে বসেই স্মার্টফোন ও স্মার্টওয়াচ দিয়ে আপনি সহজে জানতে পারেন।
তবে কখনও শুনেছেন কী এমন কোনো শৌচালয়ের কথা, যেখানে পা দিয়েই বুঝে যাওয়া সম্ভব আপনি কতটা সুস্থ বা আপনার কোনো অসুখ আছে কিনা! শুধু তাই নয়, শনাক্ত করতে পারে ক্যান্সারও।
এই স্মার্ট টয়লেট তৈরি করেছেন স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব গম্ভীর। অধ্যাপক গম্ভীর জানান, ১৫ বছর আগেই এই টয়লেট বানানোর বিষয়টি তার মাথায় এসেছিল। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ‘স্মার্ট টয়লেট’ বাস্তবের চেহারা পেয়েছে।
অধ্যাপক গম্ভীর আরও জানান, এই ‘স্মার্ট টয়লেট’ শুধু ইউরিন ইনফেকশন বা কিডনির সমস্যাই নয়, কলোরেক্টাল বা ইউরোলজিক ক্যান্সার শনাক্ত করতেও সক্ষম। এ ছাড়া প্রোস্টেট ক্যান্সার বা কিডনিতে সমস্যার ক্ষেত্রেও এই ‘স্মার্ট টয়লেট’ আগভাগেই সতর্ক করে দিতে পারে।
তবে এই ‘স্মার্ট টয়লেট’কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভন নয়। কারণ মলমূত্র থেকেই রোগ শনাক্ত করতে পারে এই টয়লেটে বসানো স্মার্ট ডিভাইস। তবে এটিকে আরও উন্নত করতে গবেষণা চালাচ্ছেন সঞ্জীব গম্ভীর ও তার গবেষক দল।
তথ্যসূত্র: জিনিউজ