করোনা: ইচ্ছেমতো প্যারাসিটামল খেলে ভয়াবহ ক্ষতি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০২:৫৭ এএম
প্যারাসিটামল, ছবি সংগৃহীত
চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
করোনাভাইরাস সাধারণ ফ্লুয়ের মতো। এই ভাইরাসের কোনো ওষুধ বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। তাই প্রতিরোধই হচ্ছে এই ভাইরাস থেকে বাঁচার অন্যতম উপায়-
করোনাভাইরাসের মোকাবেলায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সর্দি-কাশি-জ্বর হলে সাধারণত আমরা প্যারাসিটামলজাতীয় ওষুধ খাই। তবে চিকিৎসককে না জানিয়ে যে কোনো ওষুধ খাওয়া শরীরের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে।
বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ১৫২টি দেশের ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে সাত হাজারের বেশি মানুষ। আক্রান্ত মানুষের একটি বড় অংশই সেরে উঠছে।