Logo
Logo
×

লাইফ স্টাইল

আমিষ খেলে কি করোনাভাইরাস ছড়ায়?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৩:৫১ পিএম

আমিষ খেলে কি করোনাভাইরাস ছড়ায়?

করোনাভাইরাস, ছবি সংগৃহীত

সারাবিশ্বে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৫৮ জনে। 

করোনা নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। অনেকেই বলছেন আমিষ খেলে করোনা ছাড়ায়। আসলে এ ধারণা কতটুকু সত্যি। 
আমিষ বা ডিম খেলে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে এসব বিষয়ে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন এইমসের অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়া। তিনি জানান, সব ধরনের মাংস ভালো করে ধুয়ে ও সিদ্ধ  করে খেতে হবে। 

তিনি বলেন, এই ভাইরাসের প্রভাব সিঙ্গাপুরের মতো উষ্ণ আবহাওয়া কিংবা ইউরোপের দেশগুলোর মতো শীতল আবহাওয়া উভয় ক্ষেত্রেই গুরুতর।
ওই চিকিৎসক আরও বলেন,  অ্যালকোহল সেবন করোনা সংক্রমণ এড়ানো সম্ভব এমন দাবিও সঠিক নয়। আর লবঙ্গ বা অন্য কোনো ওষুধ সেবন করলেও  এই সংক্রমণ ঠেকানো যাবে না। 

করোনার থেকে বাঁচতে তিনি সবাইকে  হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। সংক্রমণ এড়াতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া উচিত বলে তিনি মনে করেন। সব ধরনের মাংসই আর সাবান না থাকলে  স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে। 

তথ্যসূত্র: এনডিটিভি বাংলা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম