Logo
Logo
×

লাইফ স্টাইল

যে ক্রিম বাড়ায় ক্যান্সারের ঝুঁকি!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৪:১০ পিএম

যে ক্রিম বাড়ায় ক্যান্সারের ঝুঁকি!

যে ক্রিম বাড়ায় ক্যান্সারের ঝুঁকি! ছবি সংগৃহীত

নারীরা খুবই ত্বক সচেতন। নিজেকে সুন্দর দেখাক কে না চায়। তবে অনেকে গায়ের রঙটা সৌন্দর্যের একটা মাপকাঠি মনে করেন। এটি কিন্তু মোটেও ঠিক নয়।  

তাই অনেকেই নিজের গায়ের রঙ ফর্সা করতে বাজারে পাওয়া যায় এমন অনেক ক্রিম ব্যবহার করে থাকেন।  বাজারে পাওয়া এসব ফেয়ারনেস ক্রিম ব্যবহারে ত্বকে ক্যান্সার হতে পারে। এই ফেয়ারনেস ক্রিমেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের ঝুঁকি! এমনি তথ্য জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞদের দাবি, ফেয়ারনেস ক্রিম থেকেই হতে পারে ত্বকের ক্যান্সার। এ ছাড়া ত্বকে অনেক সমস্যা দেখা দিতে পারে।  কারণ এ ধরনের ক্রিমে এমন কিছু রাসায়নিক মেশানো থাকে, যা আমাদের ত্বকের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। 

একাধিক পরীক্ষায় প্রমাণ মিলেছে, এ ধরনের ক্রিমে স্টেরয়েড, হাইড্রোকিউনিয়ন, ট্রিটিনিয়নের মতো ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে, যা ত্বকের সংস্পর্শে এলে তার ফলে ক্যান্সার, ব্রণ সমস্যা, লিভারের সমস্যার মতো একাধিক সমস্যা বেড়ে যায়। এ ধরনের সমস্যা সাধারণত ২০-৩০ বছরের নারীদের মধ্যেই বেশি দেখা যায়। 

দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞ ড. নিতিন ওয়ালিয়া জানিয়েছেন, ১৪ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফর্সা হওয়ার প্রবণতা বেশি। নিয়মিত যারা এ ধরনের ক্রিম ব্যবহার করেন তাদের ক্ষতির শঙ্কা বেশি।

তথ্যসূত্র: জিনিউজ

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম