Logo
Logo
×

লাইফ স্টাইল

গরমে তেলতেলে ত্বকের যত্ন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:৪৮ এএম

গরমে তেলতেলে ত্বকের যত্ন

গরমে তেলতেলে ত্বকের যত্ন , ছবি সংগৃহীত

চলছে বসন্ত মাস। এ সময়ে প্রচুর গরম পড়ে। আর গরমে যাদের ত্বক তৈলাক্ত তারা পড়েন বিপদে। কারণ ত্বকে অতিরিক্ত তেল ও ময়লা জমে বাড়ে ব্রণের প্রকোপ।  তবে সঠিকভাবে যত্ন নিলে তেলতেলে ত্বকেরও সুরক্ষা করা সম্ভব। 

আসুন জেনে নিই তেলতেলে ত্বকের যত্ন

১. ত্বক পরিষ্কার করা, টোনার ব্যবহার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 

২.গ্রিন টি টোনার ব্যবহার করতে পারেন। এটি অতিরিক্ত তেল দূর করবে। ময়েশ্চারাইজার অবশ্যই যেন অয়েল ফ্রি হয়।

৩. মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে সপ্তাহে একদিন ঘরে তৈরি স্ক্রাবার ব্যবহার করুন। 

৪. তৈলাক্ত ত্বকে কিন্তু ব্ল্যাকহেডস জমে বেশি। মুলতানি মাটি, লেবু, কমলার খোসা, শসা, টকদই ইত্যাদি ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার রাখতেও কার্যকর।

৫. ব্লটিং পেপার ছোট ছোট অংশে কেটে গ্রিন টি লিকারে ভিজিয়ে রেখে দিন। তেল বা ঘাম জমলে এটি দিয়ে মুছে নিন।

৬. তেলতেলে ত্বকে অতিরিক্ত মেকআপ করবেন না। 

৭. অতিরিক্ত তেল-মসলা দেয়া খাবার না খেয়ে খাদ্য তালিকায় রাখুন তাজা ফল ও শাকসবজি।    

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম