Logo
Logo
×

লাইফ স্টাইল

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০১:০২ পিএম

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়, ছবি সংগৃহীত

মুখের সৌন্দর্য নিয়ে কমবেশী সবাই সচেতন। মুখের সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হল ব্ল্যাকহেডস। বাইরে বের হলেই মুখে ধুলোবালির আস্তর পড়ে ও ব্ল্যাকহেডস তৈরি হয়। 
নাকে ও মুখে ব্ল্যাকহেডস নিয়ে অনেকের দুশ্চিন্তার শেষ নেই। পার্লারে গিয়ে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং অনেক কিছুই হয়তো করে থাকেন আপনি। তবে এই সমস্যা থেকে মুক্তি মিলছে না।  

অন্য ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়।  
এখানে অ্যাকনে, পিম্পল, হোয়াইটহেড ও ব্ল্যাকহেডের  সমস্যা থাকে।

তবে ৩টি উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারেন স্ক্র্যাব,  যা ব্ল্যাকহেডস দূর করতে খুবই কার্যকরী!
 
যেভাবে স্ক্র্যাব তৈরি করবেন-

প্রথমে একটা কলা ভালো করে চটকে (পেস্ট) নিতে হবে। এর পর এর মধ্যে ২ চামচ ওটসের গুঁড়ো মিশিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিন। ওটস মৃত কোষ দূর করতে ও মুখের ময়লা দূর করতে সাহায্য করে। 

মিশ্রণটি তৈরি হয়ে গেলে ভালো করে মুখে মাখুন। মিনিট দশেক ধরে হালকা হাতে স্ক্র্যাবিং করুন। স্ক্র্যাবিং হয়ে গেলে হালকা উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহৃত ময়েশ্চারাইজার মুখে ব্যবহার করুন। ব্ল্যাকহেডসের এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।

তথ্যসূত্র: জিনিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম