Logo
Logo
×

লাইফ স্টাইল

ঘরেই তৈরি করুন মুখরোচক ফলের সালাদ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৬:৪৫ পিএম

ঘরেই তৈরি করুন মুখরোচক ফলের সালাদ

ফলের সালাদ , ছবি সংগৃহীত

কমলা, আপেল, আঙ্গুর, কিউই, স্ট্রবেরি দিয়ে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক ফলের সালাদ। ফলের সালাদ শরীরের জন্য খুবই উপকারি।
আপনি চাইলে খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক ফলের সালাদ ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক ফলের সালাদ। 

উপকরণ

কলা- ২ টা মাঝারি, আনারস- ২ কাপ, কমলা -২ টা মাঝারি, কিউই ফল -২ টা, লাল আঙ্গুর -( বিচি ছাড়া ) ১ কাপ, স্ট্রবেরি -১ কাপ, অরেঞ্জ জুস ১/২ কাপ, অরেঞ্জ জেস্ট -১/২ চা চামচ, লেমন জুস -১/৪ কাপ, ব্রাউন সুগার -১/৪ কাপ, লেবুর খোসা কুচি- ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুচি-১টি, পুদিনা কুচি- ১ চা চামচ , সরিষা গুঁড়া- আধ চা চামচলবণ- সামান্য। 
 

প্রণালি 

একটি ছোট কড়াইয়ে অরেঞ্জ জুস ও জেস্ট, লেমন জুস ও লেবুর খোসা কুচি, ব্রাউন সুগার চুলায় চাপিয়ে ৭ থেকে ৮ মিনিট চুলায় রেখে সস বানিয়ে নিন। জাস্ট ৫ মিনিট ফুটে ঘন সিরাপ হয়ে আসলেই সস হয়ে গেল। ফলগুলো সব একই সমান করে কেটে নিন।ফলের মধ্যে শুধু আনারসটি ক্যারাম্যালাইজড করে নিন। অর্থাৎ চিনি দিয়ে ভেজে নিন। এবার সার্ভিং বোলে ফল, সস, পুদিনা, মরিচ সব দিয়ে মেখে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

 

 

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম