Logo
Logo
×

লাইফ স্টাইল

চুলের স্বাস্থ্য ভালো রাখার ৭ উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮ পিএম

চুলের স্বাস্থ্য ভালো রাখার ৭ উপায়

চুলের স্বাস্থ্য ভালো রাখার ৭ উপায়, ছবি সংগৃহীত

ফোলানো ঢেউ খেলানো চুল নারীর সৌন্দর্য বাড়ায়। তাই চুলের যত্ন অবশ্যই নিতে হবে। লেপটে থাকা জটহীন ঝলমলে ‘স্ট্রেইট’ চুলের কারণে সজ্জায় নিয়ে আসে আলাদা শোভা।
সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন চুলের যত্ন সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়া হয়েছে। 

আসুন জেনে নেই চুলের স্বাস্থ্য ভালো রাখতে কী করবেন?

১. যেসব শ্যাম্পু মসৃণ ও উজ্জ্বলতার জন্য বিশেষভাবে তৈরি সে ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

২. শ্যাম্পু পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল উপর থেকে নিচের দিকে আঁচড়ে নিন কয়েকবার।

৩. ভেজা চুল খুব বেশি জোরে ঘষে মোছা ঠিক নয়। চুল শুকাতে হাল্কাভাবে তোয়ালে দিয়ে ওপর থেকে নিচের দিকে মুছে নিন।  

৪. চুল চুলের কোঁকড়াভাব দূর করতে মিহি তন্তু বা ‘মাইক্রোফাইবার’ তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন।                                        

৫. চুলে উজ্জ্বলতা বৃদ্ধিকারী সিরাম ব্যবহার করে চুল ‘ব্লো ড্রাই’ করতে পারেন। পন্থাটা হচ্ছে হেয়ার ড্রায়ারের মুখ নিচের দিকে করে চুল শুকাতে হবে। ফলে চুলে দেখতে হবে সোজা ও জটমুক্ত।

৬. শুকনা চুলে স্ট্রেইটনার ব্যবহার করতে হবে। চুল কয়েক ভাগে ভাগ করে ‘ফ্ল্যাট আয়রন’ দিয়ে আগা থেকে গোড়া পর্যন্ত চুলে ব্যবহার করুন। 

৭. চুলে সমতলভাব ধরে রাখতে দাঁত মাজার ব্রাশের ওপর ‘সেটিং স্প্রে’ নিয়ে তা প্রয়োজনীয় অংশে ব্যবহার করতে পারেন। 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম