ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল করবে এক চিমটে হলুদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৭ এএম
এক চিমটে হলুদ। ছবি সংগৃহীত
ত্বকের যত্নে হলুদ অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে। রূপচর্চার হলুদের জুড়ি নেই। বাড়িতেই সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন কিছু ফেসপ্যাক, যা ত্বককে সতেজ করে তোলার পাশাপাশি ঔজ্জ্বল্যও আনে।
ত্বককে উজ্জ্বল করতে, র্যা শ-ব্রণের সমস্যা দূর করতে হলুদ খুব ভালো কাজ করে।
আসুন জেনে নিই যেভাবে ত্বকে হলুদ ব্যবহার করবেন-
হলুদ, বেসন ও গোলাপ জলের প্যাক
বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে ব্যাক্টেরিয়ামুক্ত রাখে। ফলে ব্রণের প্রবণতাও হ্রাস পায়।
১/৪ চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, আর খানিকটা গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ব্যবহারের আগে ভালো করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এর পর এই পেস্টটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হবে।
তথ্যসূত্র: জিনিউজ