Logo
Logo
×

লাইফ স্টাইল

রুচি ও ব্যক্তিত্ব বলে দেবে ব্যাগ!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১২:৪৩ এএম

রুচি ও ব্যক্তিত্ব বলে দেবে ব্যাগ!

রুচি ও ব্যক্তিত্ব বলে দেবে ব্যাগ! ছবি সংগৃহীত

একজন ব্যক্তি কেমন তা শুধু তার পোশাকের ওপর নির্ভর করে না।  রুচি ও ব্যক্তিত্ব ব্যবহৃত ব্যাগ দ্বারাও বোঝা যায়। তবে একেক জনের পছন্দ একেক রকম। আর তার সঙ্গে সঙ্গে কাজের ধরনও আলাদা। 
তাই ব্যাগ ব্যবহারে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 

আসুন জেনে নিই বিষয়গুলো-

১. পেশার সঙ্গে মানানসই ব্যাগ ব্যবহার করতে হবে। ল্যাপটপ বহন করা আবশ্যক কিনা কিংবা কোন ধরনের গাড়িতে আপনি যাতায়াত করেন, সেই মানানসই ব্যাগ কিনুন। 
২. অনেকেই নিয়মিত ব্য়বহারের ব্য়াগ কম দামে কিনে। কিন্তু  নিয়মিত ব্য়বহারের ব্য়াগের বাজেট বেশি রাখা উচিত। তাতে মজবুত ব্য়াগ পাবেন।
৩. ফ্য়াশনেবল ব্য়াগ ব্য়বহার করতে গিয়ে ভুলবেন না শক্ত স্ট্র্যাপের কথা। মনে রাখবেন ব্য়াগকে কিন্তু ধরে রাখে স্ট্র্যাপই।
৪. ব্যাগ নির্বাচনে আস্থা থাকুক সাধারণ ও ক্লাসিক ব্য়াগে।
৫. যতই  ফ্য়াশানেবল ব্য়াগ ব্য়বহার করুন না কেন, সঙ্গে থাকুক অন্তত একটি ছোট ব্য়াগ। তাতে আপনার দরকারি জিনিসও রাখতে পারবেন।

তথ্যসূত্র: জি নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম