Logo
Logo
×

লাইফ স্টাইল

জেনে নিন বিমানের আসনের রঙ কেন নীল হয়?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

জেনে নিন বিমানের আসনের রঙ কেন নীল হয়?

বিমানের আসনের রঙ কেন নীল হয়? ছবি সংগৃহীত

মাঝ আকাশে বায়ুর চাপ প্রতিহত করে যাত্রীদের এক স্থান থেকে আরেক স্থানে অত্যন্ত দ্রুত পৌঁছে দেয় বিমান। বিমানে ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে।

আর যারা বিমানে যাতায়াত করেন, তারা অনেক দেখেছেন যে, সাধারণত বিমানের আসনগুলো নীল রঙের হয়! যদিও বিভিন্ন বিমানে অনেক ধরনের রঙ এখন ব্যবহার হয়ে আসছে। 

বিমানের আকার কেমন হবে ও কোন ধাতু দিয়ে গড়া সে বিষয়ে বিজ্ঞানের জ্ঞান রাখা হয়। সে রকমই একটি বিষয় হলো বিমানের আসনের রঙ।
তবে আপনি জানেন কী? বিমানের আসনের রঙ কেন নীল হয়?

বিমানে উঠলে কমবেশি প্রায় সবাই মানসিক চাপ অনুভব করেন। কারণ অনেকে বিমান দুর্ঘটনার ভয় পেয়ে থাকেন। যাত্রীদের সেই মানসিক চাপ কাটানোর জন্যই আসনের রঙ নীল করা হয়। 

কারণ নীল রঙকে শান্তির প্রতীক বলা হয়। মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে এই নীল রঙ। সে জন্যই বিমানের আসনের রঙ সাধারণত নীল করা হয়। এ ছাড়া নীল রঙ সহজে নোংরা হয় না। 

তবে সব এয়ারলাইনস যে নীল রঙের আসন ব্যবহার করে, তা নয়। কিছু এয়ারলাইনস যেমন আবার তাদের আসনের রঙ লাল রাখে। তবে নীল রঙই বেশি ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম