Logo
Logo
×

লাইফ স্টাইল

জুতার দাম লাখ টাকা, এ কেমন জুতা?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯ এএম

জুতার দাম লাখ টাকা, এ কেমন জুতা?

ইতালির লাক্সারি ব্র্যান্ডের ‘ম্যাগি’ জুতা। ছবি সংগৃহীত

জুতার দাম লাখ টাকা। শুনে অবাক হচ্ছেন। ঘটনা কিন্তু সত্যি। ইতালির লাক্সারি ব্র্যান্ডের ‘ম্যাগি’ জুতার দাম লাখ টাকারও বেশি। 

মানুষ সবসময় অন্যরকম কিছু পছন্দ করতে ভালোবাসেন। এতে যেমন বৈচিত্র্যও আসে ও সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপনও করা যায়।
তাদের জন্যই এক অভিনব জুতা নিয়ে এসেছে ইতালির একটি সংস্থা। যারা ম্যাগি ভালোবাসেন তাদের জন্য জুতা। 

ইতালির লাক্সারি ব্র্যান্ড ‘বোত্তেগা ভেনেতা’ তাদের ‘প্রি-ফল ২০২০’ কালেকশনে এনেছে এই ম্যাগি জুতা। এটি আসল ম্যাগির মতো দেখতে হলেও আসল ম্যাগি দিয়ে তৈরি নয়; চামড়া দিয়েই তৈরি।

বোত্তেগার ভেনেতার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দুটি ছবি পোস্ট হয়েছে। যেটি ইতিমধ্যে ৮৫ হাজারের ওপর লাইক পেয়েছে। এই পোস্টে বেশ কিছু মজার কমেন্ট পড়েছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন– ‘ক্ষুধার্ত’, কেউ আবার জানতে চেয়েছেন একটা গরম জলরোধী (হট ওয়াটার প্রুফ) কিনা।

ম্যাগির প্যাকেট ভারতে ১২ টাকায় বিক্রি হলেও এই জুতা কিন্তু মোটেই সস্তা নয়; এর দাম প্রায় এক লাখ টাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম