অতিরিক্ত ওজন কমিয়ে রক্তশূন্যতা দূর করবে যে চা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:১৬ এএম
গুড়ের চা। ছবি সংগৃহীত
এক কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে। এছাড়া ঠাণ্ডা-কাশি, বুকে জমে থাকা কফ বের করতে আদা চা অনেক উপকারি। তবে ওজন বেড়ে যাওয়ার ভয়ে চায়ের সঙ্গে আমরা অনেকে চিনি খেতে চাই না। কারণ চিনি নানা ধরনের শারীরিক সমস্যার তৈরি করে। তাই যাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আছে অথচ ডায়াবেটিস নেই তারা চিনির বিকল্প হিসেবে গুড় খেতে পারেন।
গুড়ের চা শরীরের জন্য খুবই উপকারি। আসুন জেনে নেই গুড়ের চা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-
হজমের প্রক্রিয়া উন্নত করে
চিনির চেয়ে গুড় স্বাস্থ্যের জন্য ভালো। গুড়ে রয়েছে বিভিন্ন খনিজ যেমন- ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। যা শরীরের জন্য দারুণ উপকারী। যারা কোষ্ঠ কাঠিন্যে ভোগেন, তাদের জন্যও গুড় খেতে পারেন। গুড় খেলে খাবার হজমে সাহায্য করে।
রক্তশূন্যতা দূর করে
গুড়ে প্রচুর পরিমাণে আয়রন। রক্তে হিমোগ্লোবিনের অন্যতম উপাদান হলো আয়রন। তাই প্রতিদিন গুড় খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে। ফলে ফুসফুস থেকে লোহিত রক্ত কণিকার সাহায্যে সারা শরীরে অক্সিজেন মিশ্রিত রক্ত পৌঁছতে পারে। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা গুড় খেলে উপকার পাবেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা
গুড়ের সঙ্গে আদা মিশ্রিত চা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে।
ত্বক সতেজ রাখে
গুড়ে থাকা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এছাড়া গুড় বিপাকের হার বাড়ায় ও ওজন কমাতে সাহায্য করে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস