Logo
Logo
×

লাইফ স্টাইল

যমুনা ফিউচার পার্কে নতুন আঙ্গিকে টুয়েলভ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৬ পিএম

যমুনা ফিউচার পার্কে নতুন আঙ্গিকে টুয়েলভ

যমুনা ফিউচার পার্কে নতুন আঙ্গিকে টুয়েলভ । ছবি সংগৃহীত

যমুনা ফিউচার পার্কে নতুন আঙ্গিকে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউজ টুয়েলভ-এর শো-রুম উদ্বোধন হয়েছে । 

ফিতা কেটে উৎসবমুখর পরিবেশে আকর্ষণীয় এ শো-রুমটি উদ্বোধন করেন এন্টনিও ব্যরনারডো (Antonio Bernardo), যিনি ইতালির শীর্ষ ৫টি রিটেইল ব্র্যান্ড-এর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং ইতালি, ইউরোপ ও এশিয়া মিলিয়ে উনার ৬০০টির বেশি শো-রুম আছে । 

শো-রুমটি উদ্বোধনের সময় টুয়েলভ ক্লদিংয়ের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিবের সঙ্গে সঙ্গে অন্য ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর এন্টনিও ব্যরনারডো শোরুমটি ঘুরে দেখেন।তিনি টুয়েলভ-এর প্রোডাক্টের গুণাগুণ, ডিজাইন এবং মান নিয়ে প্রশংসা করেন।
 
পূজাকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা পূরণ করতেই টুয়েলভ ক্লদিং নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের আকর্ষণীয় সব কালেকশন। এবারের পূজার কালেকশনে রয়েছে ধুতি, সেলওয়ার-কামিজ, কাবলি সেট ও পাঞ্জাবির পাশাপাশি আকর্ষণীয় ওয়েস্টার্ন ড্রেস। এ ছাড়াও আগত শীতকে সামনে রেখে টুয়েলভে এবার আসছে বিভিন্ন আইটেমের ১৩৩টি স্টাইল।
 
টুয়েলভ ক্লদিং, টিম গ্রুপের ১২তম প্রতিষ্ঠান, ২০১২তে টুয়েলভ ক্লদিং-এর যাত্রা শুরু হলেও টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল রাকিবের সরাসরি তত্ত্বাবধানে ২০১৮তে টুয়েলভ নতুন রূপে যাত্রা শুরু করে। 

ঢাকায় ওয়ারী ,ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, যমুনা ফিউচার পার্ক, বনশ্রী এবং  বসুন্ধরা শপিং মল মিলিয়ে বর্তমানে টুয়েলভের ৭টি শাখা আছে। এ ছাড়াও ঢাকার বাইরে ফেনী, ময়মনসিংহ, সিলেট, বগুড়া এবং টাঙ্গাইলে টুয়েলভের রয়েছে আরও ৫টি শাখা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম