Logo
Logo
×

লাইফ স্টাইল

নারীর সুরক্ষায় ১১ পরামর্শ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৫:২৫ পিএম

নারীর সুরক্ষায় ১১ পরামর্শ

কর্মজীবি নারী। ছবি সংগৃহীত

নারীদের সফলতার পথচলা খুব সহজ নয়। নিজেকে একজন নারী নয় মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয়।তবে প্রতিনিয়ত নারী তার কর্মকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে। 

সফলতার পথ কখনোই সহজ নয়। তাই হতাশ হবেন না। চলারপথে অনেক বাঁধা আসবে। এ সব পেছনে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন মানুষের চেয়ে বড় তার স্বপ্ন। তাই স্বপ্নকে সফল করতে হলে কিছু বিষয় অবশ্যই আপনাকে মেনে  চলতে হবে।

আসুন জেনে নেই নারীরা নিজেকে সুরক্ষিত রাখতে হলে কী করবেন? 

১. সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন। এ বিষয়ে কোনো ছাড় নয়।

২. আত্মসম্মান, আত্মমর্যাদা কখনও বিসর্জন দিবেন না।

৩. চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না। 

৪. সব সময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাসায় ফিরবেন। রাতে চেষ্টা করবেন না থাকার। 

৫. নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন। মেয়েরা আবেগের কারণে ভিক্টীম হয়।

৬. ফ্যামিলিকে সব সময় পাশে রাখবেন। ফ্যামিলিকে, বিশেষ করে মাকে বন্ধু বানান।

৭. কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন।.

৮. নিজেকে ভালোবাসেন। আপনার মেধা, ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবে তৈরি করেন।

৯. সব সময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ। অন্যায় অনেক আনন্দ দেয়। কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য। সত্য সব সময়ের জন্য। তা যত কষ্টের হোক।

১০. গাড়ির ড্রাইভার, অ্যাপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে।

১১. অতীত নিয়ে একদম ভাববেন না। তবে অতীত থেকে শিক্ষা নিবেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম