Logo
Logo
×

লাইফ স্টাইল

৬ লক্ষণে বুঝবেন পিত্তথলিতে পাথর

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ০২:১৪ এএম

৬ লক্ষণে বুঝবেন পিত্তথলিতে পাথর

পিত্তথলির পাথর। ছবি সংগৃহীত

পিত্তথলির পাথর রোগে নারীদের সবচেয়ে বেশি আক্রান্ত। সাধারণত ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা, জ্বর, বমি এই রোগের লক্ষণ।

পিত্তথলিতে পাথরের লক্ষণের বিষয়ে একটি বেসকারি টেলিভিশনের এক সাক্ষাতকারে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিটপ্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত সালমা ইয়াসমীন চৌধুরী।

আসুন জেনে নেই যেসব লক্ষণে বুঝবেন পিত্তথলির পাথর।

১. ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা ডান কাঁধে ছড়ায় এবং রোগীর বমি হয়। 

২. অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এ লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩. তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার বা মাংস খেলে এ রকম ব্যথা হতে পারে। তবে গ্যাসের ওষুধ খেলে এটি ভালো হয়ে যায়।

৪. মধ্য পেটে ব্যথা হয়। মধ্য পেটে ব্যথা হয়ে একেবারে পেছন দিকে চলে যায়। 

৫. জ্বরের সঙ্গে বমি হতে পারে। রোগী এ ক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে।

৬. জ্বরের সঙ্গে জন্ডিস হতে পারে। এ ক্ষেত্রে যা হয় তা হলো পাথর হয়তো পিত্তনালিতে চলে গেছে। সে জন্য জ্বর হয়ে কোলেনজাইটিস নিয়ে আসতে পারে।

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম