Logo
Logo
×

লাইফ স্টাইল

ডেঙ্গু রোগীকে কেন খাওয়াবেন পেঁপে পাতার জুস

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ০৯:২৮ পিএম

ডেঙ্গু রোগীকে কেন খাওয়াবেন পেঁপে পাতার জুস

পেঁপে পাতার জুস। ছবি সংগৃহীত

রাজধানীতে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। তিন দিনের বেশি জ্বর থাকলেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

ডেঙ্গুজ্বর প্রতিরোধ করতে হলে এডিস মশার বিস্তার রোধ করতে হবে। এছাড়া এই মশা যেন কামড়াতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ঘরোয়া নিরাময়ের মাধ্যম করতে পারেন। আপনি জেনে খুশি হবেন যে, পেঁপের পাতার জুস ডেঙ্গু প্রতিরোধে সাহায্য করে।

পেঁপে পাতার রয়েছে অনেক গুণ। পেঁপে পাতার রসে কাইমোপ্যাপিন ও প্যাপাইন রয়েছে৷ যা রক্তের প্লেটলেটের সংখ্যা ও রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে৷ ফলে ডেঙ্গুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায়৷

পেঁপের পাতার রস পান করলে হজমশক্তি বাড়ে, শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে নেয়। এছাড়া সব ধরনের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে৷

যেভাবে তৈরি করবেন পেঁপে পাতা জুস

পেঁপের পাতার রস করতে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পাটা বা হাম্বলদিস্তায় থেঁতো করে নিন। এবার রস ছেঁকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেল পেঁপে পাতার জুস, ডেঙ্গু রোগীকে প্রতিদিন তিন বেলা তিন কাপ পরিমাণ পান করতে দিন।

জ্বর যদি কিছুতেই নিয়ন্ত্রণে না আসে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম