Logo
Logo
×

লাইফ স্টাইল

সর্দি-কাশি সারাবে ২ ঘরোয়া চা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১০:২৩ এএম

সর্দি-কাশি সারাবে ২ ঘরোয়া চা

আদা চা। ছবি সংগৃহীত

চলছে বর্ষাকাল। এ  মৌসুমেই সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। এ সময় মাথাব্যথা, বুকে ব্যথা, বুকে কফ জমে যাওয়া, কাশি, শ্বাসকষ্ট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 

যাদের ঠাণ্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে এ সময় তারা সবচেয়ে বেশি বিপদে পড়েন। কেউ কেউ ছোট সমস্যা ভেবে একে উপেক্ষা করেন। এটা কিন্তু ঠিক নয়। কেউ কেউ আবার সমস্যা এড়াতে ওষুধও সেবন করে থাকেন। 

তবে ঘরোয়া উপায়েও এসব সমস্যার সমাধান করা সম্ভব। জেনে নিন সর্দি-কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়-

আদা চা 

সর্দি-কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার। আদা কুচি করে গরম পানি বা গরম চায়ে দিয়ে পান করুন। এতে সর্দি-কাশির সমস্যা একেবারেই দূর হবে।

তুলসী পাতার চা

এক কাপ পানিতে কয়েকটা তুলসী পাতা ও আদা কুচি ফেলে ফোটাতে থাকুন। পানি ফুটে অর্ধেক হয়ে এলে তাতে চা পাতা্ দিয়ে নামিয়ে রাখুন। এবার এই চা দিনে অন্তত দু’বার পান করলে সর্দি-কাশি কমে যাবে।

এছাড়া রয়েছে দুধ, হলুদ, লেবু ও মধুর মিশ্রণ। যা খেলে  সর্দি-কাশি  ভালো হয়। 

দুধ ও হলুদ 

দুধ যে কোনো বয়সের জন্যই সমান উপকারী।  এক গ্লাস গরম দুধের মধ্যে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন।  হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা সহজেই সংক্রমণ রোধ করে। ফলে সর্দি-কাশির কষ্ট থেকেও রেহাই পাওয়া সম্ভব হয়।

লেবু ও মধু 

লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী।  এক গ্লাস গরম পানিতে দুই চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি-কাশি দূর হবে।

 

ডা. আলমগীর মতি, হারবাল গবেষক ও চিকিৎসক মডার্ন হারবাল গ্রুপ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম