১৫৬ পদে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ১২:৫০ পিএম

জনবল নেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। ৩ ধরণের পদে ১৫৬ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
১) পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য-সেবা)
পদ সংখ্যা: ১০টি
বেতন: ৪১,৮০০/ টাকা (চুক্তিকালীন)। তারপর ৪৩,৫০০/ টাকা স্কেলে।
২) পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি)
পদ সংখ্যা: ২২টি
বেতন: ২৯,৬০০/ টাকা (চুক্তিকালীন)। তারপর ৩০,৭৯০/ টাকা স্কেলে।
৩) পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি/এসঅ্যান্ডপি/ইআরইউ/জিএস/ইআরসি)
পদ সংখ্যা: ১২৪টি
বেতন: ২৯,৬০০/ টাকা (চুক্তিকালীন)। তারপর ৩০,৭৯০/ টাকা স্কেলে।
আবেদনের নিয়ম
আগ্রহীদের www.brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
ডেটলাইন
২১ জুলাই, ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।