Logo
Logo
×

লাইফ স্টাইল

ইফতারে আমের লাচ্ছি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৪:০৯ পিএম

ইফতারে আমের লাচ্ছি

আমের লাচ্ছি। ছবি সংগৃহীত

সারা দিন রোজা রাখার পর ইফতারে এমন খাবার খাওয়া উচিত যা আমাদের দেহ ও মনকে প্রশান্তি দেবে। তবে ইফতারে ঠাণ্ডা জাতীয় খাবার খাওয়া শরীরের  জন্য ভালো।  ইফতারে পাঁকা আম দিয়ে ঝটপট ঠাণ্ডা জাতীয় খাবার তৈরি করতে পারেন। ইফতারে খেতে পারেন পাঁকা আমের লাচ্ছি। 

বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে পাঁকা আম।  আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পাঁকা আমের লাচ্ছি। 

উপকরণ

পাঁকা আম-১টা, চিনি-১ টেবিল চামচ (ইচ্ছা), মিষ্টি দই-১ কাপ, পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা) এলাচি গুঁড়ো-১চিমটি।

প্রণালি

আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন। ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে ফেলুন। এবারে দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।

দইয়ের মিশ্রণে আম ঢেলে আরো একবার পুরোটা একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন। সবশেষে গ্লাসে ঢেলে এলাচি গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম