Logo
Logo
×

লাইফ স্টাইল

যেভাবে চুলের আগা ফাটা দূর করবে কলা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ০৪:১৪ এএম

যেভাবে চুলের আগা ফাটা দূর করবে কলা

চুলের আগা ফাটা দূর করবে কলা। ছবি সংগৃহীত

চুলের আগা ফাটার সমস্যা বিশেষ করে নারীদের হয়ে থাকে। আর চুলের আগা যখন ফাটতে থাকে তখন আসলে বিপাকের ব্যাপার। কারণ চুলের আগাই শুধু ফাটছে না। দেখবেন আপনার চুলও পড়ে কমে যাচ্ছে। 

চুলের আগা ফাটা বন্ধ করবে কলার হেয়ারপ্যাক। কলায় থাকা পটাশিয়াম ও প্রাকৃতিক তেল চুলের আগা ফাটা দূর করার পাশাপাশি চুল কবরে ঝলমলে।  

আসুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন কলার হেয়ারপ্যাক।

পাকা কলা ও ডিমের প্যাক

একটি পাকা কলা চটকে এর মধ্যে একটি ডিম ফেটিয়ে ভালোভাবে মেশান। এরপর  ১ টেবিল চামচ নারিকেল তেল ও ৩ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

পাকা কলা ও টকদই

একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ টকদই, কয়েক ফোঁটা লেবুর রস আর কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। এরপর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

পাকা কলা ও মধু

একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধুর মিশিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপে ও পাকা কলা

কয়েক টুকরা পাকা পেঁপে ও পাকা কলা একসঙ্গে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

 

তথ্য : বোল্ডস্কাই   

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম