Logo
Logo
×

লাইফ স্টাইল

শিশুর রাগ নিয়ন্ত্রণে এ কেমন চিকিৎসা!

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৮:১২ পিএম

শিশুর রাগ নিয়ন্ত্রণে এ কেমন চিকিৎসা!

গাঁজার বিস্কুট। ছবি সংগৃহীত

শৈশবে সব শিশু একরকম হয় না। কোনো শিশু বেশি রাগী, কোনো শিশু কম রাগী। তবে অতিরিক্ত রাগী শিশুর রাগ নিয়ন্ত্রণে চিকিৎসায় অল্প মাত্রায় গাঁজার বিস্কুটের কথা বলেছেন। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া চার বছরের একটি রাগী শিশুর রাগ নিয়ন্ত্রণের জন্য অল্প মাত্রায় গাঁজা দিয়ে তৈরি বিস্কুট খাওয়ানোর পরামর্শ দেন এক চিকিৎসক।

প্রেসক্রিপশনে এমন কখা লিখে বিতর্কের মুখে পড়েছেন ওই চিকিৎসক। তার লাইসেন্স নিয়ে তাকে এখন যুদ্ধ করতে হচ্ছে।

ওই চিকিৎসকের প্রেসক্রিপশনে গাঁজার কথা লিখে তোপের মুখে পড়েছেন। এখন কখা হলো আসলেই কি গাঁজা দিয়ে তৈরি বিস্কুট শিশুর রাগ কমাতে পারে। কেন এমন ধরনের প্রেসক্রিপশন লিখেছেন ওই ডাক্তার।
 
কেন এ ধরনের প্রেসক্রিপশন?

শিশুটি স্কুলে খুব অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে যেত ও অতিরিক্ত রাগী আচারণ করত। এ নিয়ে স্কুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কোনো উপায় না দেখে ২০১২ সালে শিশুটির বাবা ডা. উইলিয়াম এইডেলম্যানের কাছে নিয়ে যান। 

ডা. এইডেলম্যান শিশুটির রোগ নির্ণয় করে। 'বাইপোলার ডিসঅর্ডার' এবং এডিএইচডি নামের রোগগুলো শনাক্ত করা হয়। এই রোগগুলো গুরুতর মানসিক রোগ।

ডা. এইডেলম্যান জানান, অল্প মাত্রায় গাঁজা শিশুটির এই ধরনের মানসিক রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে।
নার্সকে দুপুরের খাবার সময় শিশুটিকে গাঁজা দিয়ে তৈরি বিস্কুট খেতে দিতে বলা হয়। তখই ঘটে বিপত্তি। শিশুর গাঁজা সেবনের বিষয়টি স্কুলে জানাজানি হয়।

শিশুটির বাবার ভাষ্য, তিনি বাল্যকালে এ ধরনের সমস্যায় ছিলেন। গাঁজা সেবন শুরু করে তিনি সুস্থ হন। তিনি বলেন, দুই সন্তানেরও গাঁজা একই ধরনের ইতিবাচক প্রভাব রেখেছে।

তবে ওই বাবা গাঁজা সেবনের ইতিবাচক প্রভাবের কথা জানালেও ডা. এইডেলম্যানের চিকিৎসা নিয়ে ক্যালিফোর্নিয়াতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই চিকিৎসক রোগ নির্ণয়ে ভুল করেছেন। পরে তার লাইসেন্স বাতিল করার সুপারিশ করে বোর্ড। তবে ডা. এইডেলম্যান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম