![কনুইয়ের কালচে দাগ দূর কারার ঘরোয়া উপায়](https://cdn.jugantor.com/assets/news_photos/2018/12/31/image-128168-1546246469.jpg)
কনুইয়ের কালচে দাগ। ছবি সংগৃহীত
কনুইয়ের কালচে দাগ সত্যিই অস্বস্তিকর। এই দাগের জন্য আপনার হাতের সুন্দর্য নষ্ট হয়,আর দেখতে দৃষ্টিকটূ লাগে।আর দাগ সহজে যেতেও চায় না! হাঁটু বা কনুইয়ের কালচে দাগ কী ভাবে দূর করবেন, তা হয়তো অনেকেই জানেন না।
আসুন জেনে নেই ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন কনুইয়ের কালচে দাগ।
চিনি আর অলিভ অয়েল
১ চামচ চিনি আর ১ চামচ অলিভ অয়েল
ব্যবহার
চিনির সঙ্গে অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে মালিশ করুন। তার পর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত-পায়ের যেকোনো অংশেই ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে নিতে হবে।
বেসন, দই ও পাতিলেবুর প্যাক
১ চামচ টকদই, ১ চামচ বেসন, ১ চামচ পাতিলেবুর রস আর ১ চামচ চিনি।
ব্যবহার
সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। তার পর মিনিট পাঁচেক রেখে ভাল করে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে ২ দিন করলে দ্রুত ফল পাবেন।
পাতিলেবু আর চিনির প্যাক
১টি পাতিলেবু আর ১ চামচ চিনির রস।
ব্যবহার
১ চামচ চিনি জলে গুলে রস করে নিন। এ বার ১টি পাতিলেবুকে সমান দু’ভাগে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে ঘষে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে ২-৩ দিন করলে দ্রুত ফল পাবেন। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করা সম্ভব।