
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
সাবেক মন্ত্রী এনামুলসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক মন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- আলম আহমেদ, হরিদাস বর্মন, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এএসএম বুলবুল, এমএ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, রন হক শিকদার, রিক হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি, মনোয়ারা সিকদার ও নাইমুজ্জামান ভূইয়া।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আবেদন দুটি করেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।