
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৫ এএম
সস্ত্রীক সাবেক এমপি শেখরসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

আরও পড়ুন
মাগুরা-১ আসনের সাবেক সংসদ-সদস্য মো. সাইফুজ্জামান শেখর, তার স্ত্রী সিমা রহমান এবং কারাগারে থাকা পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- ফরিদপুরের সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহা ও বিসিএসের প্রশ্নফাঁসের হোতা সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের আবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে এবং মামলা চলমান রয়েছে। এসব মামলার তদন্ত এবং তাদের সম্পদের অনুসন্ধান করার সময় দুদক গোপন সূত্রে জানতে পেরেছে, তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান ও তদন্তকাজ ব্যাহত হবে।
সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। দুদকের আবেদনে বলা হয়, আসামি মোল্যা নজরুল ইসলাম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অপরদিকে আসামি সুভাষ চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকা অর্জন ও ভোগ দখলে রাখায় মামলা করা হয়।