
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম
বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট, বেঞ্চ নির্ধারণ করে দিলেন প্রধান বিচারপতি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম
-6748053c91ac0-(1)-67d9a2b1339ea.jpg)
‘সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’-এর চারটি ধারার বৈধতা নিয়ে রিট শুনতে হাইকোর্টের একটি বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
রিট শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অবকাশের পর আগামী ২২ এপ্রিল সংশ্লিষ্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।
ওই অধ্যাদেশের ৩, ৪, ৬ ও ৯ ধারার বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আজমল হোসেনের করা গত রিটটি সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন দ্বৈত বেঞ্চের বিচারপতি বিব্রত বোধের কথা জানিয়ে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠাতে আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি শুনানির জন্য বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি পাঠান। বেঞ্চটির মঙ্গলবার কার্যতালিকায় রিটটি ১২২ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আহসানুল করিম এবং আইনজীবী মো. আজমল হোসেন উপস্থিত ছিলেন।