সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। ফাইল ছবি
গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার বাজারমূল্য এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এ আবেদন করেন।
এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।