Logo
Logo
×

আইন-বিচার

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৫টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা, মানি লন্ডারিং ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার ও তার স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মামলায় শাহে আলমের বিরুদ্ধে এক কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ এনেছে দুদক।

এ ছাড়া মামলায় শাহে আলমের স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।দুদক তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম