Logo
Logo
×

আইন-বিচার

সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

Icon

বাসস

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।পাশাপাশি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার প্রসিউশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই বিষয়ে শুনানি শেষে আদেশ দেন।

আদালতে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

তিনি আদালতকে জানান, ‘সাবেক এই পুলিশপ্রধান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত সরকারের আদেশপ্রাপ্ত একজন নির্দেশদাতার ভূমিকায় ছিলেন। আমরা জানি সে সময় মানুষকে গুলি করার কাজে হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। কারা এই হেলিকপ্টার চালাচ্ছিল, এর যাত্রী কারা ছিল। যারা গুলি করেছে তাদের ব্যবহৃত অস্ত্রাদি কী ছিল, এই অপারেশন প্ল্যান করেছেন কারা- এই সমস্ত বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে নতুন তথ্য উদঘাটন হবে।’

এ সময় তাজুল আরও বলেন, ‘তার সহকর্মীরা পুলিশের কিছু কিছু জায়গায় বহাল আছেন এবং এ কারণে বিভিন্ন তথ্য পেতে অনেক সময় বেগ পেতে হচ্ছে। সেই সঙ্গে তিনি (মামুন) অভিযোগ করেছেন তার ফোন হারিয়ে গেছে, সেটিও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। আশা করি, তার ফোন উদ্ধার করা গেলে বিভিন্ন রকমের আলামত ও তথ্য উদঘাটন করা সম্ভব হবে।’

মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে নিম্ন আদালতের জিজ্ঞাসাবাদের দিন ধার্য থাকলেও যেন এদিনই তাকে জিজ্ঞাসাবাদ করতে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অগ্রাধিকার ভিত্তিতে অনুমতি দেওয়া হয় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দিতে অনুরোধ জানান।

এর জবাবে আদালত বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ সুপেরিয়র (ঊর্ধ্বতন) হিসেবে গণ্য হবে সুতরাং আলাদা নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই।’

উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ আরও বেশ কিছু মামলায় বর্তমানে কারাগারে আছেন সাবেক এই আইজিপি।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এমএইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও ব্যারিস্টার শাইখ মাহদী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম