Logo
Logo
×

আইন-বিচার

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার ভোররাতে রাজধানী থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম