Logo
Logo
×

আইন-বিচার

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে তদন্ত কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

সম্প্রতি রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল। রিট আবেদনে বিমানবন্দরে প্রবাসী ও আগমনী ব্যক্তিদের লাগেজ চুরি, হারানো, ড্যামেজ হওয়ার ঘটনাগুলো পুনরাবৃত্তি কেন হচ্ছে তা তদন্ত করার জন্য একটি বিশেষ স্বাধীন কমিটি গঠন চাওয়া হয়েছে।

এ ছাড়াও যাত্রীদের লাগেজের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম