Logo
Logo
×

আইন-বিচার

সাবেক এমপি ইলিয়াসের সহযোগী বেনু গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম

সাবেক এমপি ইলিয়াসের সহযোগী বেনু গ্রেফতার

ঢাকায় আওয়ামী লীগের সাবেক সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেফতার করেছে ডিএমপির পল্ল­বী থানা পুলিশ। 

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, সোমবার রাতে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ১৯ জুলাই বিকালে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মো. সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সাকিব রায়হানকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেফতার করা হয়।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি উত্তরার ৫০নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে সোমবার গ্রেফতার করেছে র‌্যাব-১। 

র‌্যাব জানায়, গত ৫ জুলাই মো. সাগর (১৯) আন্দোলনের মিছিলে অংশ নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে উত্তরা পশ্চিম থানাধীন আরএকে টাওয়ারের সামনে মৃত্যুবরণ করেন। সাগরের বাবা মো. সেরাজুল গাজী বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় মামুন মিয়ার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তিনি এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম