Logo
Logo
×

আইন-বিচার

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ কারাগারে

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর আইসিসিডিডিআরবি’র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি হলেন-রাশেদ খান।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বনানী থানার সাব-ইন্সপেক্টর এমদাদুল হক। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম