Logo
Logo
×

আইন-বিচার

এস আলম গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান নিয়ে তথ্য চান হাইকোর্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ পিএম

এস আলম গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান নিয়ে তথ্য চান হাইকোর্ট

এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের তথ্য চেয়েছেন হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এ তথ্য দিতে বলা হয়েছে। 

রোববার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

পরে শাহীন আহমেদ জানান, দুদকের পক্ষ থেকে বললাম এস আলম গ্রুপের যে অর্থ পাচারের ব্যাপারগুলো আসছে, সে ব্যাপারে দুদক অলরেডি অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি কোন পর্যায়ে আছে, সে তথ্যগুলো এখনো হাতে পাইনি। আদালত বললে তথ্যগুলো হাতে পেয়ে অবহিত করতে পারব। এ পরিপ্রেক্ষিতে রিটটি রোববার পর্যন্ত মুলতবি রেখে দুদককে আদেশ দিয়েছেন যে, এস আলম গ্রুপের অর্থ পাচার অভিযোগের ওপর কী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে, এর সব তথ্য রোববারের মধ্যে আদালতকে অবহিত করতে বলেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম