Logo
Logo
×

আইন-বিচার

১৫ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১০:২৩ পিএম

১৫ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের দাবি

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের ১৫ জন বিগত ‘আওয়ামী লীগ সরকারের সমর্থক’ বলে দাবি উঠেছে। তাদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে আইনজীবীদের একটি অংশ। 

শনিবার দুপুরে এ সময় ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’-এর ব্যানারে ‘নিয়োগবঞ্চিত বিএনপি সমর্থিত ও সাধারণ আইনজীবীরা’ এ প্রতিবাদ জানান। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সমর্থক ডিএজি ও এএজিদের নির্ধারিত সভায় প্রবেশে বাধা দিয়ে তাদের ধাওয়া করেন প্রতিবাদকারীরা। 

নতুন নিয়োগ পাওয়া এই ১৫ ডিএজি ও এএজি হলেন, সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেদ, সুলতানা আক্তার রুবি, ফয়েজ আহমেদ, সৈয়দা সাজিয়া শারমিন, মো. জমারত আলী, মো. আবুল হাসান, রোহানী সিদ্দিকা, আঞ্জুমান আরা লিমা, চৌধুরী শামসুল আরেফিন, আশিক রুবাইয়াত, কাজী তামান্না ফেরদৌস, শিউলি খানম, তাশরিফা সুলতানা জলি এবং সুমাইয়া বিনতে আজিজ।

বিএনপিপন্থি আইনজীবী ও নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম রেজা মানববন্ধনে বলেন, ‘আমরা আজ বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ সেসব আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়িয়েছি যারা ছাত্র আন্দোলনের বিরোধী।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম