Logo
Logo
×

আইন-বিচার

আহমদ হোসেন ও সোহায়েল ৪ দিনের রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৪০ পিএম

আহমদ হোসেন ও সোহায়েল ৪ দিনের রিমান্ডে

আহমদ হোসেন ও সোহায়েল।ফাইল ছবি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন এ আদেশ দেন।

রাজধানীর পল্টনে মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। 

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নবীন তালুকদার হত্যার ঘটনার সঙ্গে এই দুই আসামি জড়িত।

একসময় র‍্যাবের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ সোহায়েল আদালতে শুনানিতে বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রামে ছিলেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

উভয়পক্ষের বক্তব্য শুনে আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে তাদেরকে গ্রেফতারের কথা জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে গতকাল (মঙ্গলবার) রাতে গ্রেফতার করা হয়। আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা ও মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম