সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আজিজ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:০৯ পিএম
![সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আজিজ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/02/image-823449-1719936591.jpg)
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞাকে সুপ্রিমকোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে চট্টগ্রামের জেলা জজ হিসাবে বদলি করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে বদলি
২০২২ সালের ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ছিলেন।