Logo
Logo
×

আইন-বিচার

হাইকোর্টে ফের জামিন চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:০১ পিএম

হাইকোর্টে ফের জামিন চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করতে যাচ্ছেন। রোববার এই জামিন আবেদন হাইকোর্টে দাখিল করা হবে। 

বুধবার মিন্নির অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রোববার মিন্নির জামিন আবেদন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দেওয়া হবে। এদিকে মিন্নির আগের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্য তালিকায় এসেছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্য তালিকা বিষয়টি ৪৯৭ নম্বর ক্রমিকে রয়েছে। 

গত বছরের ৮ মে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন আবেদন করেন। তবে জামিন আবেদনটি কার্যতালিকায় আসলেও পরে আর শুনানি হয়নি। 

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মিন্নি বর্তমানে কারাগারে রয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম