Logo
Logo
×

আইন-বিচার

বেইলি রোডের ঘটনার পর রাজধানীজুড়ে রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ১৯

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১১:৫৯ পিএম

বেইলি রোডের ঘটনার পর রাজধানীজুড়ে রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ১৯

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনে রেস্টুরেন্টে অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এ সময় ১৯ জনকে আটক করা হয়েছে।

অগ্নি নিরাপত্তা নিশ্চিতে রোববার ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

মহিদ উদ্দিন বলেন, রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা গেলেই আমরা সতর্ক করছি। কিছু কিছু জায়গায় আইনগত পদক্ষেপ নিচ্ছি। 

তিনি জানান, এখন পর্যন্ত রাজধানীজুড়ে ২৮ জনকে আটক করা হয়েছে। শুধু ধানমন্ডিতেই ১৫টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম