Logo
Logo
×

আইন-বিচার

বিএনপি নেতা নবী উল্লাহ নবী কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

বিএনপি নেতা নবী উল্লাহ নবী কারাগারে

যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ৬ জানুয়ারি নবীকে তিন দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর ধোলাইপাড়ের বিজিবি মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করেন আসামিরা। পরে তারা দেশি অস্ত্র ও ককটেল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। নবীসহ অপর আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলের রাস্তার পাশে পার্কিং করা গ্রেড তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানির দুইটি বাসে অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেন। আসামি নবী উল্লাহ গোপীবাগ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা।

গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নবী উল্লাহকে আটক করার পরদিন ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম