Logo
Logo
×

আইন-বিচার

এনবিআর কর্মকর্তার জামিনের স্থগিতাদেশ তিন মাস বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পিএম

এনবিআর কর্মকর্তার জামিনের স্থগিতাদেশ তিন মাস বাড়ল

নিজ কার্যালয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপকর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছেন আপিল বিভাগ। 

মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ  দেন।

শুনানিতে আদালত বলেন, তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না। শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা এনবিআর কর্মকর্তা মহিবুল ইসলামের জামিন প্রার্থনা করেন। 

এ সময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা-আপনারা সবাই জিরো টলারেন্সের কথা বলি। আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জামিন আবেদন নিয়ে হাইকোর্টে আসেন। তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না; মানুষ ভালোভাবে নেয় না। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। 

উল্লে­খ্য, ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপকর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে দুদকের আভিযানিক দল। এ ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে ১৬১ ধারাসহ দুর্নীতিবিরোধী আইনে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম