Logo
Logo
×

আইন-বিচার

নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম

নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ

নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। 

রোববার সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি। 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, কয়েকদিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গত শনিবার প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করব- পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে। 

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পিপিদের (সরকারি কৌঁসুলি) পদক্ষেপ নিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম