Logo
Logo
×

আইন-বিচার

গুরুদাসপুরে জয় বাংলা স্লোগান  

শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের  নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম

শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের  নির্দেশ

নাটোরের গুরুদাসপুরে শোক দিবসের অনুষ্ঠানে জয়বাংলা স্লোগান দেওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবীকে এ আদেশ বাস্তবায়ন করে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত ওই শিক্ষা অফিসারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন, জয়বাংলা যেখানে জাতীয় স্লোগান সেখানে এই স্লোগান দিলে অসুবিধা কোথায়? বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। জেলা শিক্ষা অফিসারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী মোস্তাক আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। 

গেল ২২ আগস্ট গুরুদাসপুরের দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুরকে সাময়িক বরখাস্ত করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম