বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহান উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।
মঙ্গলবার কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সম্মতিক্রমে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে।
এর আগে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ২০২২ সালের শুরু থেকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। এ কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।
এদিকে মঙ্গলবার বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষাকেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলেও বার কাউন্সিল থেকে জানা গেছে।
মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।