Logo
Logo
×

আইন-বিচার

হজে অনিয়ম, এজেন্সিকে ৬ লাখ টাকা জরিমানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:৫১ পিএম

হজে অনিয়ম, এজেন্সিকে ৬ লাখ টাকা জরিমানা

চলতি বছর হজে অনিয়মের অভিযোগে এক হজ এজেন্সিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাজিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আল মাবরুর হজ কাফেলাকে এ জরিমানা করে রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এই এজেন্সির বিরুদ্ধে আ ম সেলিম রেজা, মফিজ উদ্দীন আহমেদ, মো. আজিমুল হক অভিযোগ করেছেন। অতিরিক্ত টাকা আদায়, একই কক্ষের মধ্যে পাঁচ ধরনের প্যাকেজের হজযাত্রী রাখা, কুরবানি ও দমের জন্য প্রত্যেকের থেকে ৪২ হাজার টাকা নিয়ে কোনো প্রকার প্রমাণপত্র সরবরাহ না করা, রাত ৮টা পর্যন্ত কুরবানি সম্পন্ন হওয়ার নিশ্চয়তা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয় হজ এজেন্সির বিরুদ্ধে। এছাড়া মিনার তাঁবুতে ৫৮ জন হজযাত্রীকে ফেলে আরাফায় চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

জরিমানার অর্থ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার নির্ধারিত কোডে জমা দিয়ে চালানের মূল কপি হজ অনুবিভাগে দাখিল করতে হবে। একই সঙ্গে অভিযোগকারীদের থেকে নেওয়া ৪২ হাজার টাকা করে প্রত্যেককে ফেরত দিয়ে এর প্রমাণপত্র এক মাসের মধ্যে হজ অনুবিভাগে দাখিল করতে হবে। তা না করলে এজেন্সির জামানত থেকে ওই টাকা কেটে অভিযোগকারীদের পরিশোধ করা হবে এবং এজেন্সির লাইসেন্স, ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধের আদেশ দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম