Logo
Logo
×

আইন-বিচার

উত্তরায় সেনা কর্মকর্তার মা খুন: বাসার দারোয়ানের মৃত্যুদণ্ড বহাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

উত্তরায় সেনা কর্মকর্তার মা খুন: বাসার দারোয়ানের মৃত্যুদণ্ড বহাল

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় এক সেনা কর্মকর্তার মাকে গলাকেটে হত্যার ঘটনায় তাদের বাসার দারোয়ান গোলাম নবী ওরফে নবীর ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। মামলার অপর আসামি লাইলী ওরফে লাবণ্যকে যাবজ্জীবন দণ্ড থেকে খালাস দিয়েছেন আদালত। 

রোববার সংশ্লিষ্ট কোর্ট সূত্র জানায়, বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ গত ১৯ সেপ্টেম্বর এ রায় দেন। 

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল আজিজ মিন্টু।

এর আগে ২০১৭ সালের ৩ অক্টোবর উত্তরায় সেনা কর্মকর্তার মাকে গলাকেটে হত্যার ঘটনায় গোলাম নবী ওরফে নবীকে ফাঁসির দণ্ড দেন বিচারিক আদালত। অপর আসামি লাইলীকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এই রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম